অঝোরে কাঁদলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
নেত্রকোনায় এক নাগরিক স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে অঝোরে কেঁদেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। সোমবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহরের বকুলতলায় সদ্য প্রয়াত নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি কবি ও সংগঠক কামরুজ্জামান চৌধুরীর নাগরিক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, কবি কামরুজ্জামান চৌধুরী আমাদের পরিবারের একজন সদস্যের মতো ছিল। সে ছিল আমার এক ছোট ভাইয়ের সহপাঠী। আমাকে খুবই সমীহ করতো। কামরুজ্জামানের মধ্যে বহু গুণের সমন্বয় ছিল। সে একজন কবি ও দক্ষ সংগঠক ছিল। নেত্রকোনা সাহিত্য সমাজকে সে সব সময় জমজমাট করে রাখতো। তার নেতৃত্বেই নেত্রকোনায় প্রতি বছর পহেলা ফাল্গুনে বসন্ত উৎসব অনুষ্ঠিত হতো।
বিজ্ঞাপন
তিনি বলেন, কবি কামরুজ্জামানের শূন্যস্থান কোনো দিনই পূরণ হবে না। তাই নতুন প্রজন্মকে প্রয়াত এই কবির চেতনা ও আদর্শকে ধারণ করে তার অসমাপ্ত স্বপ্নগুলোকে বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।
নেত্রকোনা সাহিত্য সমাজের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মতীন্দ্র সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরানের পরিচালনায় নাগরিক স্মরণানুষ্ঠান আয়োজক কমিটির উদ্যোগে আয়োজিত এ সভায় আরও বক্তব্য দেন জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান, আটপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী খায়রুল ইসলাম, প্রয়াত কবির চাচাতো ভাই মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, ভগ্নিপতি বীর মুক্তিযোদ্ধা আবু আক্কাস আহমেদ, ভগ্নিপতি ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আশরাফ হোসেন নিপু, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হক টুকু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, কবি ও প্রাবন্ধিক অধ্যাপক ননী গোপাল সরকার, কবি স্বপন পাল, কবি মামুন খান, কবি সরোজ মোস্তফা প্রমুখ।
বিজ্ঞাপন
এর আগে প্রয়াত কবি কামরুজ্জামান চৌধুরীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমানসহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা। এছাড়াও প্রয়াত কবিকে নিবেদন করে স্থানীয় কবি এবং শিল্পীরা কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন।
জিয়াউর রহমান/আরএআর