মাদক ও সন্ত্রাস নিয়ে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে
বগুড়ায় মাদক বিক্রি ও সেবন করা বাদ দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় ৬৫ নারী ও পুরুষকে ভ্যাগাড়ি ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে বগুড়া পুলিশ লাইনসে জেলা পুলিশ আয়োজিত মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশ শেষে প্রধান অতিথি হিসেবে ৫০ পুরুষকে ভ্যান ও ১৫ নারীকে সেলাই মেশিন দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বগুড়া শহরের উত্তর চেলোপাড়ার বাসিন্দা রফিকুল ইসলাম জানান, লেখাপড়ার সময় বন্ধুদের পাল্লায় পড়ে মাদক সেবন শুরু করেছিলাম। একদিন পুলিশ ধরে মাদক ব্যবসায়ী বানিয়ে মামলা দিয়ে জেলহাজতে পাঠিয়ে দেয়। দীর্ঘদিন জেলে থাকার পর গত রমজানে জামিনে মুক্ত হয়ে বাড়িতে আসি। এরপর আমি প্রতিজ্ঞা করি আর মাদক সেবন বা ব্যবসা করব না। স্বাভাবিক জীবন যাপন করব। সে কারণে আজ পুলিশ আমাকে কর্ম করে খাওয়ার জন্য একটি ভ্যান গাড়ি দিয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, এই ভ্যানের জন্য কাউকে কোনো টাকা দিতে হয়নি। এ ভ্যান দিয়ে আমি অথ উপার্জন করে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করব।
শহরের বাদুড়তলার বাসিন্দা আক্তার বানু বলেন, বিভিন্ন কারণে পুলিশে তালিকায় মাদক ব্যবসায়ী হিসেবে আমার নাম উঠেছিল। সে কারণে বেশ কয়েক মাস কারাগারে ছিলাম। কারাগার থেকে বের হয়ে শপথ করেছি মাদক বেচাকেনা বা সেবনের ধারেকাছে যাব না। সুন্দর ও স্বাভাবিক জীবন যাপন করব। তাই আজ জেলা পুলিশ থেকে কর্ম করে খাওয়ার জন্য সেলাই মেশিন দিয়েছে। আমি এই মেশিন দিয়ে কাজ করে অর্থ উপার্জন করে পরিবারে সহযোগিতা করব এবং মাদকমুক্ত হয়ে বাঁচব।
বিজ্ঞাপন
সমাবেশে রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেনের সভাপতিত্বে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মাদক ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে। সে জন্য মাদক ও সন্ত্রাস নিয়ে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। এ সরকার ক্ষমতায় আসার পর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরালসভাবে কাজ করে আসছে। আজ বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।
বাংলাদেশকে ডিজিটাল হিসেবে গড়ে তোলা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এখন সব সেবা হাতের মুঠোয়। ৯৯৯ ফোন করে জরুরি পুলিশিং সেবা পাচ্ছে জনগণ। ঘরে বসে চিকিৎসাসেবাও পাচ্ছে। বিশেষ করে করোনাকালীন ঘরে বসে অনেক সেবা গ্রহণ করেছে দেশের মানুষ। শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক এগিয়ে গেছে। আগামী দিনে বঙ্গবন্ধুকন্যাকে ভোট দেবেন, আবারও শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে দেশকে এগিয়ে নেবেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান, বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু, জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু, বগুড়া প্রেসক্লাব সভাপতি মাহমুদুল আলম নয়ন প্রমুখ।
এনএ