নীলফামারীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
নীলফামারীতে বৃষ্টির পানিতে ভিজে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ জুলাই) দুপুুরে সদর উপজেলার বেড়াডাঙ্গা বানিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো মিজান রহমান (১১) ও শাওন আলী (৮)।
বিজ্ঞাপন
মিজান রহমান বানিয়া পাড়া গ্রামের রফিক ইসলামের ছেলে এবং স্থানীয় একটি স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্র। অন্যদিকে শাওন আলী একই এলাকার আজিজুল ইসলামের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে বৃষ্টি শুরু হলে মিজান ও শাওন বৃষ্টির পানিতে ভিজে পুকুরে গোসল করতে নামে। এ সময় হঠাৎ তারা পুকুরের পানিতে ডুবে যায়। স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
চাপড়া সরমজানী ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম শাহ্ ফকির বলেন, বেড়াডাঙ্গা এলাকার বানিয়া পাড়া গ্রামে পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খোঁজ নিয়ে এসেছি। বিষয়টি পরিবার দুটির জন্য কষ্টের।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শরিফুল ইসলাম/আরআই