পটুয়াখালী ৩ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বর্তমান বিএনপি নেতা গোলাম মাওলা রনির উচ্ছেদ হওয়া বাড়ির নির্মাণ সামগ্রী উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। 

বুধবার দুপুরে পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া বাজারে উচ্ছেদ হওয়া বাড়ির স্থানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুমের উপস্থিতিতে নিলাম অনুষ্ঠিত হয়। 

গোলাম মাওলা রনির ছোট ভাই গোলাম সরোয়ার জানান, মৌখিকভাবে জানিয়ে তারা আমাদের দীর্ঘদিনের বসত ঘর ভেঙে ফেলেছে। ৩০ বছর আগে থেকে পাকা ঘর নির্মাণ করে বসবাস করে আসছি আমরা। ২০ জুন আমরা হাইকোর্টে একটি রিট করছি। সেই কাগজ ভূমি অফিসে জমা দিয়েছি। তারপরেও আমাদের বিল্ডিং ভেঙে ফেলা হচ্ছে।

এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, ভেঙে ফেলা বাড়ির ইট এবং রড স্পট নিলাম দেওয়া হয়েছে। সর্বোচ্চ দরদাতা হিসেবে দুই লাখ ৬৫ হাজার টাকায় আবদুল জলিল নামে এক ব্যক্তি এসব মালামাল কিনে নেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির বসতবাড়ি উচ্ছেদ করা হয়। সরকারি জমি ইজারা নিয়ে ইজারা নীতিমালা ভঙ্গ করে বাজারের চান্দি ভিটার জমিতে তিনি পাকা দ্বিতীয় বাড়ি নির্মাণ করেন।

এমএএস