পুলিশ সম্পর্কে মানুষের যে ভীতি রয়েছে তা দূর করতে হবে
রংপুরের কাউনিয়া থানায় উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করেন এসপি বিপ্লব কুমার
পুলিশ জনগণ থেকে আলাদা কিছু নয় বলে জানিয়েছেন রংপুর জেলা পুলিশ সুপার (এসপি) বিপ্লব কুমার সরকার।
তিনি বলেছেন, পুলিশ জনগণের বন্ধু। জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলাই পুলিশের কাজ। পুলিশ সম্পর্কে জনগণের মধ্যে যে ভীতি রয়েছে তা দূর করতে হবে।
বিজ্ঞাপন
সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে রংপুরের কাউনিয়া থানায় উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেখানে নির্মিত অভ্যর্থনা ও সার্ভিস ডেলিভারি কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
এসপি বিপ্লব কুমার সরকার বলেন, রংপুর জেলা পুলিশের সংস্কার কার্যক্রম চলমান প্রক্রিয়া। রাষ্ট্রের সক্ষমতার ওপর লক্ষ্য রেখে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। থানায় এসে যাতে জনগণ আরও বেশি সেবা পেতে পারেন এজন্যই সার্ভিস ডেলিভারি সেন্টার গড়ে তোলা হয়েছে। গরিব-দুঃখী মানুষ নির্যাতিত হয়ে থানায় এলে পুলিশ তাদের সঠিকভাবে সেবা দেবে।
বিজ্ঞাপন
পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেন, ইতোমধ্যে কাউনিয়া থানার অফিসার ও ফোর্সের আবাসন সুবিধা নিশ্চিত করার পাশাপাশি থানা এলাকায় আধুনিক গ্যারেজ নির্মাণ সম্পন্ন হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- রংপুর জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আরমান হোসেন, কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিমুর রহমান।
এএম