পথশিশুদের মাঝে পারি ফাউন্ডেশনের খাবার বিতরণ

২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন পারি ফাউন্ডেশন রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের একবেলা খাবারের ব্যবস্থা করেন।

এদিন সকাল বেলা ১১টায় ২০০ পথশিশুর মাঝে তারা মোরগ পোলাও, চিপস ও কোমলপানীয় বিতরণ করে। এসময় পারি ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক ওয়াসিম খান, কামাল, জাকির, সোহেল, জোবায়ের,অন্তরা, দিদার ও আফ্রিদিসহ অনেক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।

২০১৬ সালের মার্চ মাসে পারি ফাউন্ডেশন আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর থেকে অসহায় ও হতদরিদ্র মানুষকে নিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে।

এরই অংশ হিসেবে প্রতিনিয়ত অসহায় মানুষের মাঝে অনুষ্ঠানে বেঁচে যাওয়া খাবার সংগ্রহ ও বিতরণ, মাত্র দুই টাকার বিনিময়ে চিকিৎসা সেবা, শীতবস্ত্র বিতরণ, প্রাকৃতিক দুর্যোগে সহায়তা, পাখির নিরাপদ-নিবাস প্রতিষ্ঠা, রমজানে ইফতার বিতরণ এবং স্বেচ্ছায় রক্তদানসহ অসংখ্য কার্যক্রম তারা পরিচালনা করছে।

এ বিষয়ে সংগঠনের স্বেচ্ছাসেবী জাকির হোসেন ঢাকা পোস্টকে বলেন, পারি ফাউন্ডেশন একটি আস্থার নাম। এখানে আমরা সবাই মানসিক প্রশান্তির জন্য কাজ করি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

এমএএস