চলমান পৌরসভা নির্বাচনে যারা নৌকার বিপক্ষে কাজ করেছেন বা করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় চাটমোহর বালুচর মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মন্ত্রী ঠাকুরগাঁও পৌরসভার উদাহরণ দিয়ে বলেন, এই পৌরসভায় নারী নেত্রীকে মনোনয়ন দেওয়া হলে প্রথমে সবাই বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করে। পরে তারাই নৌকার পক্ষে কাজ করেছেন। এটা থেকে পাবনা পৌরসভার বিদ্রোহী প্রার্থীদের শিক্ষা নেওয়া দরকার। বিদ্রোহীদের তালিকা তৈরির কাজ শেষ হলেই কঠোর ব্যবস্থা নিবেন জননেত্রী শেখ হাসিনা। 

এ সময় মন্ত্রী বলেন, আল-জাজিরার অপপ্রচার শেখ হাসিনার জনপ্রিয়তাকে নস্যাৎ করতে পারবে না। তাদের এই অপপ্রচার জাতি বুঝে গেছে। কেউ তাদের ভুয়া প্রতিবেদন বিশ্বাস করেনি।

ত্যাগী কর্মীদের মূল্যায়ণ করতে হবে। তাদের সুখে-দুঃখে পাশে দাড়াঁতে হবে। তাদের পরিবারের খোঁজ খবর নিতে হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

চাটমোহর পৌরসভার মেয়র শাখাওয়াত হোসেন শাখোর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসাইন।

আরও উপস্থিত ছিলেন পাবনা-১ আসনের সাংসদ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্স এমপি, পাবনা-২ আসনের সাংসদ আহমেদ ফিরোজ কবির এমপি, পাবনা-সিরাজগঞ্জ আসনের নারী সাংসদ নাদিরা ইয়াসমিন জলিসহ জেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রাকিব হাসনাত/এসপি