অন্যায় হলে আমার বিরুদ্ধে মামলা করুন প্রধানমন্ত্রী: কাদের মির্জা
বসুরহাট পৌরসভা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে মেয়র কাদের মির্জা
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে, তাহলে মামলা করুন মাননীয় প্রধানমন্ত্রী। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে আপনি (প্রধানমন্ত্রী) যে ব্যবস্থা নেবেন, তা মাথা পেতে নেব।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বসুরহাট পৌরসভা প্রাঙ্গণে বিশেষ সংবাদ সম্মেলন ডেকে প্রধানমন্ত্রীর উদ্দেশে এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
মেয়র কাদের মির্জা বলেন, আমার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আমি এসপিকে বললাম আমি মসজিদে ঢুকব, আপনিও ঢুকবেন। সত্য ঘটনাটা বলবেন। আমি কোনো পুলিশকে আঘাত করেছি কিনা মসজিদে ঢুকে বলবেন। তখন এসপি চুপ হয়ে গেলেন। কারণ আমি কোনো পুলিশকে হয়রানি করিনি, এটা সত্য।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে কাদের মির্জা বলেন, আপনি ৭০ হাজার গৃহহীনকে একসঙ্গে ঘর দিয়েছেন। এটি চিন্তা করলেই আমার চোখে পানি চলে আসে।
বিজ্ঞাপন
করোনার টিকা নেওয়ার জন্য পৌরবাসীকে উদ্বুদ্ধ করতে বিকেল ৩টায় রূপালী চত্বরে আলোচনা সভা ডাকেন মেয়র আবদুল কাদের মির্জা।
একই সময়ে একই স্থানে সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে শোকসভা ডেকেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিজানুর রহমান বাদল।
এ অবস্থায় কাউকে সভা করতে দেয়নি পুলিশ। পুলিশের বাধায় স্থান পরিবর্তন করে পৌরসভা প্রাঙ্গণে বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করেন কাদের মির্জা। তবে সভা না করেই ফিরে যান মিজানুর রহমান বাদল।
মিজানুর রহমান বাদল বলেন, সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে শোকসভার করতে চেয়েছিলাম আমরা। কিন্তু পুলিশ প্রশাসন আমাকে সভা করতে দেয়নি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রবিউল হক বলেন, রূপালী চত্বরে আলোচনা সভা ডাকেন মেয়র আবদুল কাদের মির্জা। একই স্থানে শোকসভা করতে চেয়েছেন মিজানুর রহমান বাদল। পাল্টাপাল্টি কর্মসূচির কারণে কাউকে সভা করতে দেওয়া হয়নি।
হাসিব আল আমিন/এএম