পৌরবাসীকে নাগরিক সুযোগ সুবিধা প্রদান করতে হবে : শাওন
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরি শাওন
ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরি শাওন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল স্তরের নাগরিকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। এ সুবিধা থেকে যেন কেউ বাদ না পড়ে। লালমোহন পৌরবাসীকেও প্রধানমন্ত্রীর দেয়া সকল সুযোগ সুবিধা প্রদান করতে হবে এবং আমাদেরকেই সেটা নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ভোলার লালমোহন উপজেলা পৌরসভার নাগরিকদের সেবা বৃদ্ধির লক্ষে লালমোহন পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের'র সভাপতিত্বে সভায় পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররা। এসময় দীর্ঘদিন বেতন ভাতা না পেয়ে অসহায় ও মানবেতর জীবনযাপনের কথা তুলে ধরেন পৌর কর্মকর্তা-কর্মচারীরা।
অভিযোগ শুনে পৌরসভার নাগরিকদের সকল সেবা ও উন্নয়নকর্ম নিশ্চিতের লক্ষে এবং পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেভন ভাতা প্রাপ্তির সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।
বিজ্ঞাপন
পরে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে মাসিক সভায় যোগদান করেন তিনি।
পৃথক সভায় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা নির্বাহী অফিসার আল নোমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা।
রাকিব উদ্দিন অমি/এমএএস