ঢাকাই সিনেমার নায়িকা তানহা মৌমাছির বাবা জয়নাল আবেদীন জিনু ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত খুইয়েছেন। জয়পুরহাট জেলার পাঁচবিবি পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ডে প্রাপ্ত ভোটের ১২.৫ শতাংশের কম ভোট পাওয়ায় মৌমাছির বাবার জামানত বাজেয়াপ্ত হয়।

পাঁচবিবি পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, কোনো প্রার্থী প্রাপ্ত ভোটের ৮ ভাগের ১ ভাগের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। এই হিসাবে ওই ওয়ার্ডের কয়েকজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছেন। জামানত বাজেয়াপ্তের তালিকায় জয়নাল আবেদীন জিনুও রয়েছেন।

৯ নম্বর ওয়ার্ডে ২ হাজার ৪৫৩ ভোটের মধ্যে মোট ভোট পড়েছে এক হাজার ৭৭২টি। এর মধ্যে নায়িকা তাহনা মৌমাছির বাবা জয়নাল আবেদীন জিনু (উট পাখি) পেয়েছে ১২৬ ভোট, একই ওয়ার্ডে কাওসার মন্ডল (পানির বোতল) পেয়েছেন ৫৫ ভোট, রুহুল আমিন (টেবিল ল্যাম্প) পেয়েছেন ৮৬ ভোট, আব্দুল কুদ্দাস মন্ডল (ব্ল্যাকবোর্ড) পেয়েছেন ১৭৫ ভোট এবং রেজাউল করিম আকন্দ (পাঞ্জাবি) পেয়েছেন ২১৩ ভোট। তাদের পাঁচজনেরই জামানত বাজেয়াপ্ত হতে যাচ্ছে।

সীমানা জটিলতা মামলার কারণে দীর্ঘ সাড়ে ১১ পর বুধবার (২৭ জুলাই) পাঁচবিবি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

চম্পক কুমার/ওএফ