নওগাঁয় নিখোঁজের ৯ দিনেও সন্ধান মেলেনি মাদরাসাছাত্রের
নওগাঁয় নিখোঁজের ৯ দিন পরও এক মাদরাসা ছাত্রের সন্ধান পাওয়া যায়নি। ওই শিক্ষার্থীর বাবা-মাসহ পরিবারের লোকজন আতঙ্ক ও কষ্টে দিন পার করছেন। এ নিয়ে পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
নিখোঁজ মাদরাসা ছাত্র মোহাম্মদ রোহান (১৭) নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের চাকগোয়ালী গ্রামের আবদুর রহমানের ছেলে। সে শহরের আব্দুল জলিল পার্কের উত্তর পাশে অবস্থিত হামিউস সুন্নাহ কারিমিয়া আনওয়ারুল উলুম মাদরাসা কমপ্লেক্সে হিফজ বিভাগের ছাত্র।
বিজ্ঞাপন
থানা সূত্রে জানা যায়, গত ২২ জুলাই বিকেলে ছুটির দরখাস্ত দিয়ে বাড়ির উদ্দেশে চলে যায়। পরে তার খোঁজ না পাওয়ায় ২৪ জুলাই নওগাঁ সদর থানায় রোহানের বাবা আব্দুল রহমান বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মাদরাসা সূত্রে জানা যায়, ২২ জুলাই বাড়িতে যাওয়ার জন্য রোহানের ছুটির আবেদন গ্রহণ করা হয়েছে। ২৪ জুলাই কর্তৃপক্ষ তার বাবার কাছ থেকে জানতে পারে সে বাড়ি গিয়ে পৌঁছায়নি। এমনকি মাদরাসায়ও আসেনি। পরে তার বাবার সঙ্গে পরামর্শ করে কর্তৃপক্ষ থানায় গিয়ে ডায়েরি করে।
বিজ্ঞাপন
আবদুর রহমান বলেন, নিখোঁজের পর থেকে আমরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করি কিন্তু তার কোনো খোঁজ এখন পর্যন্ত পাইনি। এদিকে রোহানের নিখোঁজের প্রায় ৯ দিন পার হলেও তার কোনো সন্ধান দিতে পারেনি পুলিশ। আমার সন্তানকে কোলে ফেরত চাই।
সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. গফুর মানজার বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের পর থেকে আমরা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আশা করছি অতিসম্প্রতি তাকে উদ্ধার করে তার পরিবারের কাছে পৌছে দিতে সক্ষম হব।
এনএ