কক্সবাজার সমুদ্র সৈকতে জোয়ারের সঙ্গে ভেসে আসছে অসংখ্য মরা জেলিফিশ। কক্সবাজার সমুদ্র সৈকতের একাধিক পয়েন্টে আটকে পড়ে আছে মাছগুলো।

গত সোমবার থেকে বুধবার বিকেল পর্যন্ত সৈকতের বিভিন্ন পয়েন্টে অসংখ্য মরা জেলিফিশ বালুতে আটকে থাকতে দেখা গেছে। এসব মাছের মধ্যে কোনোটা আকারে ছোট, কোনোটা বড়। দেখতে অনেকটা অক্টোপাসের মতো। তবে এগুলো কী কারণে মারা যাচ্ছে এর সঠিক কারণ কেউ বলতে পারছে না।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়া নগর পয়েন্ট হিমছড়ি পর্যন্ত দীর্ঘ ৪ কিলোমিটারের একাধিক পয়েন্টে জোয়ারের পানির সঙ্গে অসংখ্য মরা জেলিফিশ ভেসে এসে আটকা পড়েছে। মরা এ জেলিফিশগুলো উৎসুক পর্যটকরা দুর্গন্ধের কারণে দেখতে পারছেন না। বাতাসের বিপরীত দিকে দাঁড়িয়ে কেউ কেউ দেখছেন। এভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকলে গোটা সৈকতে দুর্গন্ধ ছড়ানোর আশঙ্কা রয়েছে। স্থানীয় জেলেদের কাছে জেলিফিশ সাগরের ‘লোনা’ হিসেবে পরিচিত। গভীর সমুদ্রে জেলেদের জালে এসব জেলিফিশ আটকা পড়ে মারা যেতে পারে বলে ধারণা স্থানীয়দের।

আরিফুর ইসলাম নামে স্থানীয় এক যুবক বলেন, জেলিফিশের নাম শুনেছিলাম, এই প্রথম দেখছি। এ গুলো দ্রুত সরিয়ে না নিলে পচে সৈকতের পরিবেশ নষ্ট হবে।

কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান বলেন, এই সময়ে মাছগুলো মরার সিজন নয়। হয়ত জেলিফিশ উপকূলের কাছাকাছি এসে জেলেদের জালে আটকা পড়েছিল। পরে জেলেরা মাছগুলো ফেলে দেওয়ায় মরা মাছ  সৈকতের বেলাভূমিতে আসতে শুরু করেছে।

সাইদুল ফরহাদ/এসকেডি