সিরাজদিখানে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ ও টেঁটাযুদ্ধে চারজন টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ ও টেঁটাযুদ্ধে চারজন টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের কয়রাখোলা এলাকায় ইস্রাফিল এবং কামিজুদ্দিনের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল ৬টার দিকে থেকে কয়রাখোলা এলাকায় জহির এবং নুর হোসেনের সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ হয়। এর জেরে সকাল সাড়ে ৯টার তাদের সমর্থক ইস্রাফিলের লোকজনের সঙ্গে কামিজুদ্দিনের লোকজনের সংঘর্ষ হয়। একপর্যায়ে ইস্রাফিল ও কামিজুদ্দিনের লোকজন টেঁটাযুদ্ধে জড়িয়ে যান। এতে চারজন টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত হন। 

টেঁটাবিদ্ধরা হলেন বালুচর ইউনিয়নের চান্দেরচর গ্রামের সুরুজ মিয়ার ছেলে সাদর মিয়া (৫২), হাবিব ধেন্দার ছেলে আখির ধেন্দা (৩২), কান্দু মিয়ার ছেলে নিলু মিয়া (৫৫) ও রফিকুল ইসলামের ছেলে মৃদুল মিয়া (৩৪)। টেঁটাবিদ্ধ ও আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত মৃদুল মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জালাল উদ্দিন বলেন, জমি সংক্রান্ত বিরোধে প্রথমে জহির এবং নুর হোসেনের লোকজনের সংঘর্ষ হয়। সেই সংঘর্ষকে কেন্দ্র করে জহির এবং নুর হোসেনের সমর্থক ইস্রাফিল ও কামিজুদ্দিনের লোকজনের সংঘর্ষ হয়। এতে টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত হন। ঘটনার পর কয়রাখোলা এবং চান্দেরচর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

ব.ম শামীম/এএম