পরিমাপে কম দেওয়া এবং প্রতিশ্রুতি অনুযায়ী তেল সরবরাহ না করায় বরিশালের দুটি ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বরিশাল। একই সঙ্গে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত করায় একটি খাবার হোটেলকে জরিমানা করা হয়।

রোববার (৭ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ২টার মধ্যে এই অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলার সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া।

তিনি জানান, ক্রেতাকে পরিমাপে কম দেওয়ায় ইসরাইল তালুকদার ফিলিং স্টেশনকে ৫০ হাজার ও প্রতিশ্রুতি অনুযায়ী সরবরাহ না করায় কলেজ রোড ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। 

এ ছাড়া ফকিরবাড়ি রোড এলাকার নিউ রাধুনী হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করার জন্য ৬ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। 

সৈয়দ মেহেদী হাসান/আরআই