প্রভাবশালীরা ৩০ বছর দখল করে মাছ চাষের পর অবশেষে দখলমুক্ত হয়েছে জয়গাছি খাল। শনিবার (১৩ আগস্ট) দুপুরে বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নে অবস্থিত জয়গাছি খালের অবৈধ নেট-পাটা অপসারণ করে উপজেলা প্রশাসন।

দীর্ঘ ৩০ বছর পর এলাকার গুরুত্বপূর্ণ এই খাল দখলমুক্ত হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন স্থানীয়রা। উন্মুক্ত খালে খেওলা জাল দিয়ে এলাকাবাসী মাছও ধরছেন।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম বলেন, বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরে জয়গাছি খালের অবৈধ দখলের বিষয়টি আমার নজরে আসে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে জয়গাছি খালের সকল বাঁধ অপসারণ করা হয়েছে। পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত ও জলাবদ্ধতা নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

তানজীম আহমেদ/এমএএস