পাবনার সদর উপজেলার হেমায়েতপুরে বেপরোয়া গতির ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দিয়েছে। এতে মোটরসাইকেলে থাকা দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। 

শনিবার (১৩ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে হেমায়েতপুর ইউনিয়নের পাবনা-পাকশী মহাসড়কের নাজিরপুর হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- পাবনা শহরের কৃষ্ণপুর এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে ইকবাল হোসেন খান (৫২), বেড়া উপজেলার আমিনপুর থানার নাটিয়াবাড়ি গ্রামের আব্দুল মজিদ শেখ (৫৪)। 

বিষয়টি নিশ্চিত করে হেমায়েত পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান বলেন, তারা দুজন দীর্ঘদিনের ব্যবসায়িক বন্ধু ছিলেন।  তারা দুজনই শহরের কৃষ্ণপুর এলাকায় থাকতেন ও ব্যবসা করতেন। তারা ব্যবসায়িক কাজে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে ট্রাকটি তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইকবাল মারা যান। অপরজনকে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, তারা ব্যবসায়িক বন্ধু ছিলেন। হয়তো ব্যবসায়িক কোনো কাজে দুজন বের হয়েছিলেন। তাদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। আমাদের পুলিশের ফোর্স ঘটনাস্থলে আছে। আইনি কার্যক্রম শেষে বিস্তারিত জানানো যাবে । 

রাকিব হাসনাত/আরএইচ