রংপুরে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আঞ্চলিক শাখার উদ্বোধন করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রোববার (১৪ আগস্ট) দুপুরে নগরীর ধাপ হাজীপাড়ায় অবস্থিত আইসিএবি অস্থায়ী ইন্সটিটিউটের ভবন উদ্বোধন করেন তিনি।

এর আগে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ দেশের শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ দেখাচ্ছে। বর্তমানে বহির্বিশ্বেও উচ্চতর দক্ষতা সম্পন্ন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের প্রচুর চাহিদা রয়েছে। রংপুরে এর আঞ্চলিক শাখা হওয়ায় সংশ্লিষ্টরা ধন্যবাদ পেতেই পারেন। আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইসিএবি’র প্রেসিডেন্ট শাহাদত হোসেন এফসিএ, ভাইস প্রেসিডেন্ট ফৌজিয়া হক এফসিএ, প্রধান নির্বাহী শুভাশিষ বসু, সদস্য মো. মনিরুজ্জামান এফসিএ, রংপুর ট্যাক্স অধিদপ্তরে অতিরিক্ত কমিশনার মনজুর আলম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সহয়োগী অধ্যাপক ড. আপেল মাহমুদ, বিশিষ্ট আজিজুল ইসলাম প্রমুখ।

আইসিএবি মূলত বাংলাদেশে পেশাজীবী হিসাব বিজ্ঞানীদের জাতীয় সংস্থা। যা দেশের একমাত্র সনদপ্রাপ্ত হিসাব বিজ্ঞানী উপাধি দেওয়ার অধিকার রাখে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে হিসাব বিজ্ঞান পেশার গুনগত মান, পেশাগত নৈতিকতা, উন্নয়ন, প্রশিক্ষণ, প্রসার ও রক্ষণাবেক্ষণে দীর্ঘ পাঁচ দশক ধরে কাজ করে আসছে।

এ ছাড়া ফলপ্রসূ শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে উচ্চতর দক্ষতাসম্পন্ন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট তৈরি করছে। বাংলাদেশের রাজধানী ঢাকা, বন্দর নগরী চট্টগ্রাম ছাড়াও উত্তরের রাজশাহী অঞ্চলের পর রংপুরে চতুর্থ আঞ্চলিক শাখা প্রতিষ্ঠা করল। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীরা ছাড়াও স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেয়।

ফরহাদুজ্জামান ফারুক/আরআই