কুমিল্লায় আ.লীগ অফিসে তালা, সড়কে শোক দিবস পালন
কুমিল্লায় জাতীয় শোক দিবসে আওয়ামী লীগ অফিসে তালা থাকায় সড়কে দাঁড়িয়ে শোক দিবস পালন করেছে নেতাকর্মীরা। তালার নেপথ্যে গ্রুপিং রাজনীতির দ্বন্দ্ব বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতাকর্মীর। সোমবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে জেলার বুড়িচং উপজেলায় এ ঘটনা ঘটে।
উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বুড়িচং উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জড়ো হন নেতাকর্মীরা। এসময় উপজেলা আওয়ামী লীগের অফিসে তালা দেখে ওই কার্যালয়ের সামনেই সড়কে শোক দিবস পালন করা হয়। এতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ করেন।
বিজ্ঞাপন
উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের দাবি, এ তালা লাগানোর নেপথ্যে দলের অন্তঃ কোন্দল বা গ্রুপিং দ্বন্দ্ব রয়েছে। স্থানীয় সাংসদ অ্যাড. আবুল হাসেম খান এবং সাবেক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন এর অনুসারীদের মধ্যে কোন্দল চলছে। তাদেরই কোনো নেতাকর্মী এ কাজ করেছেন বলে নাম না জানানোর শর্তে সূত্রগুলো জানিয়েছে। তারা জানান, আওয়ামী লীগ কার্যালয়ে তালা লাগানো খুব জঘন্য কাজ, সঠিক তদন্তের মাধ্যমে এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে জড়িতদের আইনের আওতা আনার জন্য দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বুড়িচংয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, ১৯৭৫ সাল এর পর থেকে কোনো দিনও দেখিনি জাতীয় শোক দিবসে পার্টি অফিস তালাবদ্ধ থাকতে। শোক র্যালি শেষে নেতাকর্মীদের নিয়ে উপজেলার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে তালাবদ্ধ দেখতে পাই। এতে আমিসহ সকল নেতাকর্মীই মর্মাহত হয়। দলীয় কার্যালয় তালাবদ্ধ থাকায় বাইরে দাঁড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে শোক দিবসের আলোচনা ও বক্তব্য শেষ করি।
বিজ্ঞাপন
তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, এমন একটি দিনে কে বা কারা পার্টি অফিস তালাবদ্ধ করে রেখেছেন এই বিষয় তদন্ত হওয়া প্রয়োজন।
বুড়িচং উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আবুল হাশেম খান বলেন, আমরা জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের অফিসের বাইরে কাঙালি ভোজের আয়োজন করেছি। দুপুরে খাবারের ব্যবস্থা করেছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্মরণে উপজেলা মিলনায়তনে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ আলোচনা সভা ও ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করি। কে বা কারা দলীয় অফিস তালাবদ্ধ রেখেছেন আমি সেই বিষয়ে জানি না। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মজিবুল হক এমপি বলেন, আজকের এই দিনে বুড়িচং উপজেলার আওয়ামী লীগের পার্টি অফিস তালাবদ্ধ থাকবে বিষয়টি খুবই দুঃখজনক। এই দিন পার্টি অফিস তালাবদ্ধ থাকার কথা শুনে আমার খারাপ লেগেছে। এ বিষয়ে তদন্ত করে দেখা হবে।
এমএএস