সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন মসিক মেয়র ইকরামুল হক টিটু

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, ‌‘নতুন সম্প্রসারিত ওয়ার্ডগুলোর দিকে বিশেষ গুরুত্ব দিয়ে পরিকল্পনা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আমরা টেকসই উন্নয়নে বিশ্বাসী। সবার সহযোগিতায় ময়মনসিংহ সিটি করপোরেশনকে একটি আদর্শ নগরীতে পরিণত করতে চাই। সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে মসিক।’

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সিটি করপোরেশনের ২২ ও ২৪ ওয়ার্ডের আরসিসি দ্বারা সড়ক নির্মাণ এবং নবনির্মিত একটি ঈদগাহের উদ্বোধনের পর এসব কথা বলেন সিটি মেয়র।

মসিক সূত্র জানায়, ২৪ নম্বর ওয়ার্ডের বেপারীপাড়া থেকে রেলগেট পর্যন্ত ৬৫০ মিটার, পাগলাবাজার আশরাফ উদ্দিনের বাড়ি থেকে বেপারীপাড়া পর্যন্ত ৬০০ মিটার, বয়ড়া তাকওয়াহ মসজিদ থেকে বেপারীপাড়া পর্যন্ত ৬০০ এবং ২২ নম্বর ওয়ার্ডের বয়ড়া গফরগাঁও রোড থেকে ছালাকান্দি পর্যন্ত ২ কিলোমিটার সড়কের আরসিসি দ্বারা নির্মাণ এবং ছালাকান্দি সমাধানের মোড়ে ঈদগাহ মাঠের উন্নয়নের কাজে প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ৫ কোটি টাকা। যা আগামী ১ বছরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

উদ্বোধনকালে মসিকের প্যানেল মেয়র-৩ শামীমা আক্তার, ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তফা কামাল, ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর শাহনাজ বেগমসহ অন্য কাউন্সিলররা, নির্বাহী প্রকৌশলী জহিরুল হক, সহকারী প্রকৌশলী জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

উবায়দুল হক/এমএসআর