হাসপাতালে আহত রোকসানা

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের কাঠেরঘর এলাকায় পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত দুইজন ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- বরিশাল নগরীর বিএম কলেজ রোড এলাকার বাসিন্দা অটোরিকশা চালক রানা ও যাত্রী মাহফুজা। আহত হয়েছেন ওষুধ ব্যবসায়ী সাইদুল ইসলাম ও তার স্ত্রী রোকসানা বেগম। আহতদের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার কালকি গ্রামে। নিহত মাহফুজা আহত রোকসানার বোন। 

বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনার পর আহত চারজনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে চালক রানা ও যাত্রী মাহফুজা মারা গেছেন। বাকি দুইজনের অবস্থাও সংকটাপন্ন। দুর্ঘটনার পর পিকআপভ্যানের চালক পালিয়ে যান। তবে দুটি গাড়িই পুলিশি হেফাজতে রয়েছে।

আহত রোকসানা ঢাকা পোস্টকে বলেন, বুকে ব্যথা অনুভব করায় সন্ধ্যায় বরিশালে ডাক্তার দেখাতে এসেছিলাম। ফিরে যাওয়ার সময়ে দুর্ঘটনা ঘটে। খানাখন্দের রাস্তা ও গাড়ির বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। আমি অনেকবার বলেছি আস্তে চালাতে। কিন্তু সিএনজি চালক কোনো কথা শোনেননি। 

তিনি বলেন, জোরে গাড়ি চালিয়ে চালকতো জনমের মতো শেষ, আমাদের দুইটা পরিবারকেও পথে বসিয়ে গেল। আমাদের জীবনটাও শেষ করে দিল।

আহত সাইদুল ঢাকা পোস্টকে বলেন, পটুয়াখালীর দিক থেকে পিকআপভ্যানটি আসছিল। সেটির গতিও বেপরোয়া ছিল। কী হলো বুঝতে পারলাম না। আমাদের সব শেষ হয়ে গেল। 

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত কোতোয়ালি থানা পুলিশের এসআই নাজমুল হুদা বলেন, আহতদের মধ্যে সাইদুলের ডান হাত ও ডান পা এবং তার স্ত্রী রোকসানার দুই পা ভেঙে গেছে। দুইজনের অবস্থায় গুরুতর। অবস্থা সংকটাপন্ন হওয়ায় রাতেই তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠনো হয়েছে। 

অপরদিকে রাত পৌনে ১০টার দিকে বরিশাল সিটি কর্পোরেশনের রূপাতলী পল্লী বিদ্যুৎ অফিস এলাকায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়েছে। এতে পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি থানা পুলিশের এসআই সুলতান। 

তিনি জানান, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি আটক করা হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বরিশাল সদর স্টেশনের উপ-সহকারী পরিচালক বেলাল উদ্দিন বলেন, আহতদের মধ্যে তিনজন বেশি আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। 

সৈয়দ মেহেদী হাসান/আরএআর