কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাতনামা এক গাড়ির চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী তিন মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার ছুফুয়া নালঘর রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া উত্তর পাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে লিমন (২০), একই ইউনিয়নের বদরপুর গ্রামের আবদুল গফুরের ছেলে আবদুর রাজ্জাকা (২০) এবং উত্তর ছুফুয়া গ্রামের ডাক্তার মাসুদের ছেলে রাজ্জাক (২০)। তারা তিনজন ছুফুয়া ফাজিল মাদরাসার আলীম প্রথম বর্ষের ছাত্র।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনজুরুল হক আকন্দ।

স্থানীয় ব্যক্তিদের বরাত দিয়ে ওসি জানান, নিহত তিনজন বন্ধুর জন্মদিনের উপহার কেনার জন্য অটোরিকশাযোগে মিয়াবাজার যাচ্ছিলেন। এ সময় নালঘর রাস্তার মাথা এলাকায় অজ্ঞাতনামা একটি গাড়ি তাদের অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ছাত্রদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর অটোরিকশাচালক পালাতক রয়েছেন।

এনএ