কুমিল্লায় মাদরাসার নির্মাণাধীন দেয়ালের ইট ধসে সালমা আক্তার (১৯) নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় তাসফিয়া আক্তার (১৮) নামে আরেক ছাত্রী গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৭ আগস্ট) বিকেল ৩টার দিকে জেলার লালমাই উপজেলার বাগমারা আয়েশা সিদ্দিকা (রা.) মহিলা মাদরাসায় এ ঘটনা ঘটে। 

নিহত সালমা আক্তার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পূর্ব অশোকতলা গ্রামের আব্দুল ওয়াদুদের মেয়ে।

বুধবার রাতে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব। তিনি স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ওই মাদরাসার তৃতীয় তলায় দেয়াল নির্মাণের কাজ চলছিল। বুধবার বিকেল ৩টার দিকে ওই দুই ছাত্রী দোতলা থেকে নিচে নামার সময় তৃতীয় তলা থেকে নির্মাণাধীন দেয়াল থেকে ২-৩টি ইট ধসে নিচতলায় সালমা আক্তারের মাথায় এবং তাসফিয়া আক্তারের ঘাড়ে পড়ে। 

দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লালমাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সালমাকে মৃত ঘোষণা করেন। তাসফিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এসপি