অর্থ আত্মসাতের মামলায় সাবেক চেয়ারম্যান কারাগারে
কুমিল্লায় অর্থ আত্মসাতের মামলায় জহিরুল ইসলাম (৫০) নামে সাবেক এক চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (১৭ আগস্ট) দুপুরে কুমিল্লা ১ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্বাস উদ্দিন তাকে কারগারে পাঠানোর নির্দেশ দেন।
জহিরুল ইসলাম কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
বিজ্ঞাপন
বুধবার রাতে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী।
ওসি জানান, কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় অর্থ আত্মসাতের দুটো এবং কোতোয়ালি মডেল থানায় দায়ের করা ৪টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল সাবেক এই চেয়ারম্যানের বিরুদ্ধে।
বিজ্ঞাপন
দীর্ঘদিন পলাতক থাকার পর গত মঙ্গলবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ এবং সদর দক্ষিণ মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঢাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। আজ দুপুরে তাকে আদালতে তোলা হলে আদালত জহিরুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আরআই