ছিনতাই মামলার শাস্তি এড়াতে ১৭ বছর পালিয়ে ছিলেন তিনি
হবিগঞ্জের বানিয়াচংয়ে ছিনতাই মামলার শাস্তি থেকে বাঁচতে ১৭ বছর পলাতক ছিলেন নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি। তবে পালিয়ে থেকেও নিজেকে রক্ষা করা করতে পারেননি তিনি। বুধবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বানিয়াচংয়ের ঘাটুয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
নজরুল ইসলাম ওই উপজেলার গুনুই গ্রামের আব্দুল আলিমের ছেলে।
বিজ্ঞাপন
বানিয়াচং থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০০৫ সালে মৌলভীবাজারে ছিনতাইয়ের অভিযোগে নজরুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়। এরপর পলাতক অবস্থায় তাকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। বুধবার দুপুরে বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব নজরুলকে গ্রেপ্তার করেন।
ওসি অজয় চন্দ্র দেব বলেন, মামলার পর ১৭ বছর দেশের বিভিন্ন স্থান ও দুবাইয়ে ৪-৫ বছর আত্মগোপনে ছিলেন নজরুল ইসলাম। বুধবার দুপুরে তাকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিজ্ঞাপন
এসপি