রাজবাড়ীর বালিয়াকন্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আম্বিয়া সুলতানার হস্তক্ষেপে উপজেলার আমতলা আইডিয়াল স্কুলের ৭ম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর বাল্য বিয়ে বন্ধ হয়েছে। 

বুধবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মৌকুড়ী গ্রামের মিরাজ মল্লিকের বাড়িতে গিয়ে ১৩ বছর বয়সী ওই কিশোরীর বিয়ে বন্ধ করেন ইউএনও। ইউএনও’র উপস্থিতি টের পেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে যান বর।

পরে বরের দুলাভাই সাজ্জাদকে ৯ হাজার টাকা জরিমানা করেন ইউএনও এবং কন্যার মামা ও মামির কাছ থেকে বাল্য বিয়ে না দেওয়ার মুচলেকা নেন। 

আরও পড়ুন : ইউএনওর নিষেধ অমান্য করে কিশোরীকে বিয়ে করলেন পুলিশ সদস্য

বাল্য বিয়ে বন্ধ করার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আম্বিয়া সুলতানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীর বিয়ে বন্ধ করেছি। আমাদের উপস্থিতি টের পেয়ে বর বিয়ের আসর থেকে পালিয়ে যায়। পরে বরের দুলাভাইকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে কন্যার বিয়ের বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মামা-মামীর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

মীর সামসুজ্জামান/এনএফ