রাজশাহীতে ছিনতাই হওয়া স্বর্ণের তথ্য দিতে পারছেন না দুই ভাই
রাজশাহী নগরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ১৭টি স্বর্ণের বার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২১ ডিসেম্বর) সকাল সাতটার দিকে নগরীর বোয়ালিয়া থানার শিরোইল বাস টার্মিনাল এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
জিতেন ধর ও ধীরেন ধর নামের দুই ভাই ফেনী থেকে প্রথমে তাদের বাড়ি রাজশাহীর পুঠিয়ায় আনেন সোনার বারগুলো। স্থানীয় এক জুয়েলার্স ব্যবসায়ীকে সরবরাহ করতে সোমবার সকালে এগুলো নিয়ে তারা রাজশাহী বাস টার্মিনালে পৌঁছান।
বিজ্ঞাপন
ওই দুই ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তারা একেক সময় পুলিশকে একেক রকম তথ্য দিচ্ছেন। তারা মামলা করার বিষয়েও কিছু বলছেন না। এ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে
নিবারন চন্দ্র বর্মন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, বোয়ালিয়া মডেল থানা
জানা গেছে, বাস থেকে নামার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে একদল সশস্ত্র যুবক তাদের কাছ থেকে বারগুলো ছিনিয়ে নিয়ে যান। জিজ্ঞাসাবাদের জন্য পরে তাদের হেফাজতে নিয়েছে নগরীর বোয়ালিয়া মডেল থানার পুলিশ।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানিয়েছেন, প্রতিটি সোনার বারের ওজন ১০ ভরি। মোট ১৭০ ভরি সোনার দাম প্রায় দেড় কোটি টাকা। সোনার বারগুলো পৌঁছাতে নগরীর বালিয়াপুকুর এলাকায় এক জুয়েলার্স ব্যবসায়ীর বাসায় যাচ্ছিলেন দুই ভাই। কিন্তু বাস থেকে নামতেই অস্ত্র ঠেকিয়ে তাদের কাছ থেকে সোনার বারগুলো ছিনিয়ে নিয়ে যান একদল যুবক।
দুই ভাই সোনার বারগুলোর বৈধ কোনো কাজগপত্র দেখাতে পারছেন না। এ ব্যাপারে তাদের আরও জিজ্ঞাসাবাদ চলছে বলে জানায় পুলিশ।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই দুই ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তারা একেক সময় পুলিশকে একেক রকম তথ্য দিচ্ছেন। তারা মামলা করার বিষয়েও কিছু বলছেন না। এ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এনএ