আরএমপির শ্রেষ্ঠ পরিদর্শক মশিউর রহমানকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন নগর কমিশনার আবু কালাম সিদ্দিক

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) শ্রেষ্ঠ পরিদর্শক হলেন মশিউর রহমান। সোমবার (২১ ডিসেম্বর) আরএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় নভেম্বরের শ্রেষ্ঠ পরিদর্শকে সম্মাননা স্মারক তুলে দেন নগর কমিশনার আবু কালাম সিদ্দিক।

আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে আয়োজিত এই অনুষ্ঠানে আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সালমা বেগমসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মশিউর রহমান পরিদর্শক (তদন্ত) হিসেবে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত। নভেম্বরজুড়ে মাদক উদ্ধার ও অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখায় এই সম্মাননা পেলেন মশিউর রহমান।

সভায় সভাপতির বক্তব্যে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নির্দেশ দেন।

তিনি বলেন, রাজশাহীতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করতে হবে। মাদকের ব্যাপারে কারও সঙ্গে আপস নেই।

এছাড়া করোনা পরিস্থিতিতে রাজশাহী নগরীতে মানুষকে স্বাস্থ্য সচেতন করা, নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরিধান নিশ্চিত করতে পুলিশ সদস্যদের কাজ করার নির্দেশনা দেন।

প্রসঙ্গত, ২০০৭ সালে উপপরিদর্শক হিসেবে যোগদান করেন মশিউর রহমান। ২০১৭ সালে তিনি পরিদর্শক হিসেবে পদোন্নতি পান। ২০১৮ সাল থেকে তিনি আরএমপিতে কর্মরত।

নগরীর কাশিয়াডাঙ্গা থানায় যোগদানের আগে মশিউর রহমান পরিদর্শক (তদন্ত) হিসেবে রাজপাড়া থানায় কর্মরত ছিলেন। এর আগে ঢাকা মহানগর পুলিশ এবং পুলিশের জাতিসংঘ মিশনে সুদানে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।

এমএসআর