সেতু হওয়ায় উল্টো দুর্ভোগ!
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার একটি সেতু এলাকার জন্য সুফল তো দূরের কথা, বরং দুর্ভোগ বয়ে এনেছে। টঙ্গীবাড়ী উপজেলার নগরজোয়ার গ্রামের খালের ওপর নির্মিত ওই সেতুটি উদ্বোধনের আগেই এ বছর বন্যার পানিতে ভেঙে গেছে।
এলাকাবাসী জানান, অপরিকল্পিতভাবে যে স্থানে প্রশস্ত সেতু প্রয়োজন, সেখানে সরু সেতু নির্মাণ করায় বন্যার পানির স্রোতে ধসে গেছে সেতুটি।
আর ভরা বর্ষায় সেতুটি ধসে যাওয়ার কারণে সেতুর নিচ দিয়ে পানি চলাচল বাধাপ্রাপ্ত হয়। এতে সেতুর দুই পাশের রাস্তা ভেঙে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এতে এই শুষ্ক মৌসুমেও বেশ কয়েক ফুট পানি থেকে গেছে।
বিজ্ঞাপন
সেতুটি উদ্বোধন হওয়ার আগেই ধসে গেছে৷ খালের পানির মধ্যে সেতুটি ধসে পড়ে থাকায় পানি চলাচল বাধাপ্রাপ্ত হয়ে সেতুর দুপাশের সংযোগ সড়ক ভেঙে গভীর গর্ত সৃষ্টি হওয়ায় মানুষ শুষ্ক মৌসুমেও সেতুর পাশের রাস্তাটি দিয়ে যাতায়াত করতে পারছে না। এটি এই এলাকার মানুষের জন্য দুর্ভোগ বয়ে এনেছে। এ সেতু হওয়ার চেয়ে না হওয়াই ভালো ছিল
এক দিকে ভাঙা সেতু, অন্যদিকে সেতুর অ্যাপ্রোচের পাশে গভীর গর্ত হওয়ায় ওই সেতুর পাশ দিয়েও যাতায়াত করতে পারছে না যাত্রীরা। বাধ্য হয়ে ওই ধসে যাওয়া সেতুর পাশের দূরের জমির ওপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এতে জমির মালিকদের গালমন্দ শুনতে হচ্ছে তাদের। তাই সেতুটি তাদের জন্য উল্টো দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিজ্ঞাপন
সরেজমিনে দেখা যায়, মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা হাসাইল নদীর ঘাট থেকে পাশের শরীয়তপুর জেলার বাবুরচর, চিডারচর, নওপাড়া, জয়বাংলা বাজার এলকায় যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তটির মধ্যে সেতুটি ধসে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে এ পথে যাতায়াতকারীরা। এ ছাড়া ডাইনগাঁও, আটিগাঁও, নগরজোয়ার, হাসাইল, বানারী, পাচনখোলা, মান্দ্রাসহ প্রায় ২০টি গ্রামের মানুষ এ পথ দিয়ে যাতায়াত করে থাকে। গুরুত্বপূর্ণ রাস্তাটির সেতুটি ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে চরাঞ্চলের ২০টি গ্রামের মানুষের।
এ বিষয়ে নগরজোয়ার গ্রামের আলামিন ও মরু জানান, সেতুটি উদ্বোধন হওয়ার আগেই ধসে গেছে৷ খালের পানির মধ্যে সেতুটি ধসে পড়ে থাকায় পানি চলাচল বাধাপ্রাপ্ত হয়ে সেতুর দুপাশের সংযোগ সড়ক ভেঙে গভীর গর্ত সৃষ্টি হওয়ায় মানুষ শুষ্ক মৌসুমেও সেতুর পাশের রাস্তাটি দিয়ে যাতায়াত করতে পারছে না। এটি এই এলাকার মানুষের জন্য দুর্ভোগ বয়ে এনেছে। এ সেতু হওয়ার চেয়ে না হওয়াই ভালো ছিল।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আরিফুল ইসলাম জানান, এ বছর বন্যার পানি তীব্র ব্যাগে ওই সেতুটির নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় সেতুটি ভেঙে গেছে। ওই স্থানে জাইকার অর্থায়নে নতুন সেতু নির্মাণের প্রক্রিয়া চলছে।
এনএ