আশুলিয়ায় এএসএস প্রাইভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে র‌্যাবের অভিযান

সাভারের আশুলিয়ায় কৌশলে ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব। সোমবার (২১ ডিসেম্বর) রাতে সিপিসি-২ র‌্যাব-৪ এর উপ-পরিচালক ও কোম্পানি কমান্ডার এএইচএম আদানান তফাদার এ তথ্য জানিয়েছেন। 

এর আগে সন্ধ্যার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার এএসএস প্রাইভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় প্রতারণার শিকার ১৫ জনকে সেখান থেকে উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তিন প্রতারককে আটক করা হয়। এ সময় ২০ কপি অঙ্গীকার নামা, ২০০ কপি নিয়োগ বিজ্ঞপ্তি ও চারটি মুঠোফোন জব্দ করা হয়।

র‌্যাব-৪ এর উপ-পরিচালক ও কোম্পানি কমান্ডার এএইচএম আদানান তফাদার বলেন, প্রতারকরা প্রতিনিয়ত কৌশল পরিবর্তন করে প্রতারণা করে আসছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

আরএআর