পরিত্যক্ত অবস্থায় ১১টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বুচিতলা গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ১১টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি ৫৩ লাখ ২৮ হাজার ৭৯২ টাকা বলে জানিয়েছে বিজিবি। 

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান ঢাকা পোস্টকে জানান, বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে স্বর্ণের বার ভারতে পাচার হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ফুলবাড়ী বিওপির বিশেষ টহল দল দামুড়হুদা উপজেলার দর্শনা থানার বুচিতলা গ্রামে অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেরে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে বুচিতলার গ্রামের একটি সড়ক থেকে পরিত্যক্ত অবস্থায় ১১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ১১টি স্বর্ণের বারের ওজন ২ কেজি ৪১৬ গ্রাম। যার আনুমানিক মূল্য এক কোটি ৫৩ লাখ ২৮ হাজার ৭৯২ টাকা। স্বর্ণের বারগুলো রাতেই দর্শনা থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির পক্ষ থেকে দর্শনা থানায় মামলার প্রক্রিয়া চলছে। 

আফজালুল হক/আরএআর