সুনামগঞ্জে পাথরবোঝাই ট্রাকের চাপে বেইলি ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ রয়েছে

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পাথরবোঝাই ট্রাকের চাপে সড়ক ও জনপথ বিভাগের একটি ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় ট্রাকের চালক ও দুই সহকারী আহত হয়েছেন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টায় দোয়ারাবাজার উপজেলা সদরের নইনগাঁও গ্রামের ১০০ ফুট বেইলি ব্রিজে এ ঘটনা ঘটে।

শনিবার দুপুর দেড়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, যান চলাচল স্বাভাবিক হতে আরও ৮-৯ দিন সময় লাগবে।

জানা গেছে, সওজের পক্ষ থেকে এই ব্রিজে তিন টনের বেশি মালামাল পরিবহনে নিষেধাজ্ঞা রয়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় ব্রিজের পাশেই নতুন একটি ব্রিজ নির্মাণাধীন রয়েছে। নোয়াজের খালের বেইলি এই ব্রিজটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তাই অধিক মাল পরিবহন না করার জন্য বলা হয়েছে। 

স্থানীয় বাসিন্দা গণমাধ্যমকর্মী মো. আশিক মিয়া ঢাকা পোস্টকে বলেন, আমার বাড়ির পাশেই এই ব্রিজটি। শুক্রবার রাত ৩টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ থেকে পাথরবোঝাই ওই ট্রাকটি দোয়ারাবাজার হয়ে ছাতক যাচ্ছিল। কিন্তু ট্রাকে অতিরিক্ত পাথরবোঝাই থাকায় ব্রিজ ভেঙে খালে পড়ে যায়। 

সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মাসুম আহমেদ সিদ্দিকী ঢাকা পোস্টকে বলেন, এখন পর্যন্ত দুপাড়ের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। যোগাযোগ স্বাভাবিক করতে কতদিন লাগবে? ঢাকা পোস্টের এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, পাশেই আমাদের আরেকটি ব্রিজের কাজ চলছে। ওই ব্রিজের কাজ শেষ হতে আরও ৮-৯ দিন সময় লাগবে। এর আগে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব নয়।

সাইদুর রহমান আসাদ/এসপি