খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশব্যাপী খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে ৫০ লাখ এবং ওএমএসের কর্মসূচির মাধমে প্রান্তিক পর্যায়ের এক কোটি মানুষের মধ্যে চাল বিতরণ করা হবে। এই প্রকল্পের আওতায় দেশের দেড় কোটি পরিবার উপকৃত হবে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সারা দেশের খাদ্য বান্ধব কর্মসূচির আলোচনা সভা শেষে চাষাঢ়ায় ওএমএসের মাধ্যমে সরকার নির্ধারিত দামে চাল বিক্রির কার্যক্রম উদ্বোধনের সময় মন্ত্রী এসব কথা বলেন। পরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার কার্ডধারীদের মধ্যে নির্ধারিত মূল্যে চাল বিতরণ করেন।

এ ব্যাপারে কোনো ডিলার কারসাজি করলে জেলা প্রশাসনকে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল ১৫ টাকা কেজি এবং ওএমএসের চাল ত্রিশ টাকা কেজি দরে বিক্রি করা হবে। পাশাপাশি টিসিবির পণ্য বিক্রি করা হবে। দেশে চালের কোনো সংকট নেই। এ ব্যাপারে কেউ কারসাজি করলে সহ্য করা হবে না।

তিনি বলেন, সারা দেশে ১০ হাজার ৫৭০ জন ডিলারের মাধ্যমে ২ টন করে চাল বিক্রি করা হবে। ইতোমধ্যে বাজার দর নিয়ন্ত্রণের জন্য ৫ শতাংশ শুল্ক হার কমানো হয়েছে। চাল বিতরণের জন্য কোনো ডিলার যদি অবৈধ কাজ করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সাখাওয়াত হোসেন, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আবির শিকদার/আরআই