সরকারি চাল মজুত করে বিক্রি, ব্যবসায়ীকে কারাদণ্ড
বান্দরবানে খাদ্য অধিদপ্তরের সরকারি চাল অবৈধভাবে মজুত করে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে শহরের জাদিপাড়া এলাকার বাপ্পা স্টোরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া আফরোজ।
বিজ্ঞাপন
তিনি জানান, জনগণের জন্য সুলভ মূল্যে বিক্রি করা চাল অবৈধভাবে মজুতকারীদের বিরুদ্ধে প্রশাসন সজাগ রয়েছে এবং আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় খাদ্য অধিদপ্তরের খোলা বাজারে বিক্রির ১৮ বস্তা চাল দোকান থেকে জব্দ করা হয়। এ ছাড়া বাপ্পা স্টোরের মালিক মধু দাশকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।
বিজ্ঞাপন
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় অন্যান্যদের মধ্যে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আদুই রঞ্জন তঞ্চঙ্গ্যা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন কর্মচারী এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
আরআই