রংপুরে দুই বাসের সংঘর্ষ
স্বামীর মৃত্যুর পর একমাত্র ছেলেকে হারিয়ে মূর্ছা যাচ্ছেন মা
রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে আহত ছাত্রলীগ নেতা অলিউল হাসান জুয়েল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (০৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে মারা যান তিনি।
এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে বার বার মূর্ছা যাচ্ছেন মা উম্মে হাবিবা কুলসুম। স্বামীর মৃত্যুর পর ছেলেই ছিল তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন।
বিজ্ঞাপন
এর আগে রোববার রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর আঞ্চলিক সড়কের তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে দুই বাসের সংঘর্ষে গুরুতর আহত হন জুয়েল। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে পাঠানো হয় তাকে।
অলিউল হাসান জুয়েল সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ও কামারপুকুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা শহরে নিয়ামতপুর আদানী মোড় এলাকার মৃত মঞ্জু সরকারের ছেলে। তিনি দিনাজপুর শহরের একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা-ইন-প্যারামেডিকেলে পড়াশোনা করে সৈয়দপুর বাস টার্মিনালে তাসিন ও রেখা এন্টারপ্রাইজ কাউন্টারে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
বিজ্ঞাপন
অলিউল হাসান জুয়েলের গ্রামের বাড়িতে দেখা যায়, তার মা আহাজারি করছেন। আত্মীয়-স্বজনও শোকে মূহ্যমান। জুয়েলের মৃত্যুর খবরে তার বাড়িতে এসে ভিড় করেছেন পাড়া-প্রতিবেশী, বিভিন্ন রাজনৈতিক ও নিজ সংগঠনের নেতাকর্মীরা।
জুয়েলের প্রতিবেশীরা জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টারর দিকে রংপুরের উদ্দেশে সৈয়দপুর বাস টার্মিনাল এলাকা থেকে ঢাকাগামী জোয়ানা পরিবহনের বাসে ওঠেন তিনি। পথে রংপুর-দিনাজপুর আঞ্চলিক সড়কের তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করালে আজ ভোর সাড়ে ৫টার দিকে মারা যান তিনি।
রমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. ফরহাদুজ্জামান জানান, রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দুজন এবং ভোরে দুইজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ৫৮ জন আহত বাসযাত্রী আসেন। এর মধ্যে কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। আহত বাকিদের মধ্যে আরও দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা জানায়, রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হয় ওই এলাকায়। বৃষ্টির মধ্যেই রাত সোয়া ১২টার দিকে রংপুর-দিনাজপুর আঞ্চলিক সড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে জোয়ানা পরিবহনের সঙ্গে ইসলাম পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বৃষ্টিতে ভিজে উদ্ধার কাজ পরিচালনা করেন।
প্রসঙ্গত, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর আঞ্চলিক সড়কের তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজন মারা যান। দুর্ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী।
শরিফুল ইসলাম/এসপি