কোব্বাস আলী

মাদক বিক্রিতে বাধা দিয়ে রাজশাহীর মোহনপুরে কোব্বাস আলী (৬৫) নামের এক বৃদ্ধ খুন হয়েছেন। শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে উপজেলার খয়রা মাটিকাটা এলাকায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন তিনি। নিহত কোব্বাস আলী ওই গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই বৃদ্ধকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা। বাবাকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন কোব্বাস আলীর দুই ছেলে। আহত হয়েছেন আরও দুই প্রতিবেশী। তাদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে। রাত সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে মরদেহ উদ্ধার করে মোহনপুর থানা পুলিশ। 

মোহরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হন ওই বৃদ্ধ। পরে তার অচেতন দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেন স্বজনরা। দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদেরও হাসপাতালে নেওয়া হয়েছে। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, মাদক বিক্রিতে বাধা দেওয়া নিয়ে কয়েকদিন আগে এলাকার কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীর সঙ্গে ওই বৃদ্ধের কথাকাটাকাটি হয়। এরই জেরে শনিবার রাতে তাকে কুপিয়ে যখন করেন মাদক ব্যবসায়ীরা। তাকে রক্ষা করতে গিয়ে আরও কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।

ফেরদৌস সিদ্দিকী/এইচকে