বগুড়া পৌরসভা নির্বাচনে ঝুঁকিপূর্ণ ৫০ কেন্দ্রে সিসি ক্যামেরা

বগুড়া পৌরসভা নির্বাচনে ১১৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ৫০টি ভোটকেন্দ্রের নিরাপত্তায় ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হচ্ছে বলে জানিয়েছেন বগুড়া সদর থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ। 

এদিকে সকাল থেকেই পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা টহল দিচ্ছেন। পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা নিজেও নির্বাচনী এলাকাগুলোতে টহল দিচ্ছেন। তিনি জানান, যে কোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। 

বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ বলেন, জেলার ৫৬টি ভোটকেন্দ্রের ৫০টিতে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে সিসি ক্যামেরা বসানো হচ্ছে। 

৫ম ধাপে রোববার (২৮ ফেব্রুয়ারি) দেশের সবচেয়ে বড় বগুড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে ভোটগ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। শনিবার সকাল ১০টা থেকে ১১৩টি কেন্দ্রে ইভিএম মেশিনসহ বিভিন্ন নির্বাচনী সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। বগুড়া পৌর উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এসব সামগ্রী বিতরণ করেন জেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তারা।

বগুড়া জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত বগুড়া পৌরসভার আয়তন প্রায় ৭০ বর্গ কিলোমিটার। জনসংখ্যা আট লাখেরও বেশি। নতুন ভোটার নিয়ে চলতি বছরে এসে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭৫ হাজার ৮৭০ জন। এর মধ্যে বগুড়া পৌরসভায় এক লাখ ৩৪ হাজার ৯০৬ জন পুরুষ ও এক লাখ ৪০ হাজার ৯৬৪ জন নারী ভোটার রয়েছেন। ভোট গ্রহণের ক্ষেত্রে পৌরসভার ১১৩টি কেন্দ্রের মধ্যে ৫৬টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। 

বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ্ জানান, রোববার (২৮ ফেব্রুয়ারি) বগুড়া পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পৌরসভার ৫৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রগুলোতে নিরাপত্তা বাহিনীর সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। বগুড়া পৌরসভা নির্বাচনের জন্য ১৬ প্লাটুন বিজিবি, ২১ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২১টি মোবাইল টিম, ৫টি স্ট্রাইকিং ফোর্সসহ র‌্যাব, পুলিশ, আনসার সদস্য নিরাপত্তার জন্য কাজ করবেন। একই সঙ্গে পুলিশ ও র‌্যাব থেকে বিশেষ ফোর্স কাজ করবে। ১১৩টি ভোটকেন্দ্রে দুই হাজার ৬০৩ জন কর্মকর্তা ভোটগ্রহণ করবেন।

এদিকে বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে তৈরি করা হয়েছে নির্বাচনী মানচিত্র।  যাতে প্রতিটি ভোটকেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে। ভোটকেন্দ্রে যাতায়াতের পথ নির্দেশ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে লাল গোলাকার বৃত্তে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য বিশেষ টহল বাহিনী রয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে। 

বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা জানান, জেলা পুলিশের পক্ষ থেকে এই মানচিত্র তৈরি করা হয়েছে।  প্রতিটি ওয়ার্ডের জন্য আলাদা আলাদা মানচিত্র তৈরি করা হয়েছে। যাতে কেন্দ্রগুলোতে যে কোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে স্ট্রাইকিং ফোর্স ও বিশেষ টহল বাহিনী। 

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেক দলের কাছে মানচিত্রগুলো দেয়া থাকবে যাতে তারা সহজে কেন্দ্রগুলোতে যাতায়াত করতে পারে।

জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, এবারের পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন, কাউন্সিলর পদে ১৩০ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের আবু ওবায়দুল হাসান ববি নৌকা প্রতীক, বিএনপির রেজাউল করিম বাদশা ধানের শীষ প্রতীক, স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী আব্দুল মান্নান আকন্দ জগ প্রতীক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

সাখাওয়াত হোসেন জনি/আরএআর