শহরের টিএ রোডে সেপটিক ট্যাংক বিস্ফোরণ হয়/ ছবি- ঢাকা পোস্ট

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে একটি বেকারির সেপটিক ট্যাংক বিস্ফোরণে অন্তত পাঁচজন আহত হয়েছেন। শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহরের টিএ রোডে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। তাদেরকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আকস্মিকভাবে টিএ রোডে ভিআইপি বেকারির সেপটিক ট্যাংকটি বিকট শব্দে বিস্ফোরণ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুস ছামাদ জানান, বেকারির একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংক বিস্ফোরণ হয়েছে। আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকাজ শেষে ক্ষয়ক্ষতির বিষয়টি জানা যাবে।

আজিজুল সঞ্চয়/এইচকে