মনিকার মরদেহ

পাবনার ঈশ্বরদীতে ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় মনিকা খাতুন (৯) নামে এক শিশুর মুত্যু হয়েছে। এ সময় তার ফুফু মোমেনা বেগম (৫০) গুরুতর আহত হন। শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের মুন্নারমোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনিকা ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের জগন্নাথপুর পশ্চিমপাড়া গ্রামের কৃষক মহিদুল ইসলামের মেয়ে। সে শারীরিকভাবে প্রতিবন্ধী ছিল।

পাকশী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, পাশের বাড়ির প্রতিবেশী ফুফু মোমেনা বেগমের সঙ্গে শিশু মনিকা ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফিরছিল। রাত সাড়ে ১২টার দিকে রাস্তা পার হওয়ার সময় কুষ্টিয়া-দাশুড়িয়া-পাবনা মহাসড়কের মুন্নারমোড়ে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে ঘটনাস্থলেই মনিকা নিহত ও আমেনা গুরুতর আহত হয়। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মোমেনাকে উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

তিনি আরও বলেন, রাত অনেক হওয়ার কারণে প্রাইভেটকারটি আটক করা সম্ভব হয়নি। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মামলা হয়নি।

রাকিব হাসনাত/এসপি