চট্টগ্রামের বোয়ালখালীতে তুচ্ছ বিষয়ে তর্কের জেরে আপন চাচাতো ভাইয়ের হাতে বেলাল হোসেন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বেলাল চরণদ্বীপের শরীফ পাড়ার মুন্সি মিয়া সারেং বাড়ির প্রবাসী বজল আহমদের ছেলে।

নিহতের মামা নুরুল আবছার বলেন, শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিল বেলাল ও তার চাচাতো ভাই মো. ঈদু আলম (১৬)। কথা কাটাকাটির জের ধরে লোহার রড দিয়ে বেলালের মাথায় আঘাত করে ঈদু। এ ঘটনায় বেলালের শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। ভর্তির দুই ঘণ্টা পর শনিবার সকালে বেলাল মারা যায়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার সন্ধ্যায় দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনায় জড়িত ঈদু আলমকে গ্রেফতারে পুলিশ কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। 

কেএম/এইচকে