ইভিএমে ভোট দিয়ে বৃদ্ধ বললেন সমস্যা নেই
জয়পুরহাট পৌরসভা নির্বাচনে ভোট দিলেন ৮১ বছরের বৃদ্ধ সিরাজউদ্দিন মন্ডল
জয়পুরহাট পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ড চকগোপাল গ্রামের বাসিন্দা সিরাজউদ্দিন মন্ডল। বয়স ৮১ বছর। ঠিকমতো কথা বলতে পারেন না। হাঁটা চলার শক্তি নেই। তবু ভোট দিতে এসেছেন তিনি। রোববার ( ২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে চাচাতো ভাই রশিদের হাত ধরে শহরের তালীমুল ইসলাম একাডেমি অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।
সিরাজউদ্দিন কাঁপা কাঁপা কণ্ঠে ও হাতের ইশারায় ঢাকা পোস্টকে বলেন, কষ্ট করে ভাইকে নিয়ে ভোট দিতে এসেছি। খুব সুন্দরভাবে ভোট দিয়েছি, কোনো সমস্যা নেই।
বিজ্ঞাপন
শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা শাপলা নগর এলাকার ৭০ বছর বয়সী বাসিন্দা আলেয়া বেগম বলেন, ইভিএম ভোট দিয়ে ভালো লাগল। আমিতো পারিছি তাই সবাই হাসতেছিল। চাচি ভোট দিছে, আমরাতো পারোচিনা। অ্যাগলা মানুষের লেখাপড়া, চোখ দিয়ে দেখা পারি না, তাই চশমা দিয়ে সব দেখে ভোট দিলাম।
পৌর নির্বাচনে সকাল ৮টা থেকে শহরের ৯টি ওয়ার্ডের ২২টি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি কেন্দ্রে জমজমাট ছিল ভোটার উপস্থিতি। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে ভোটকেন্দ্রের সামনে ভোটারদের নম্বর খুঁজে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন সাহায্য-সহযোগিতার ব্যবস্থা করেছেন প্রার্থীরা।
বিজ্ঞাপন
জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমি প্রত্যেকটি কেন্দ্র পরিদর্শন করেছি। তাছাড়া কোথাও কোনো বিশৃঙ্খলা ছাড়াই সুন্দরভাবে ভোটগ্রহণ চলছে বলে জানতে পেরেছি।
জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির ঢাকা পোস্টকে বলেন, অত্যন্ত উৎসবমুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাবের টহল অব্যাহত আছে।
চম্পক কুমার/এসপি