আল মামুন

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবদলের উপজেলা সদস্য সচিব আল মামুনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ ফেব্রুয়ারি) সকালে তাকে আটক করা হয়।

আল মামুনের স্ত্রী নাহিদা আক্তার শান্তা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিন জানান, মামুনকে বর্তমানে ভৈরব থানায় রাখা হয়েছে।

এর আগে শুক্রবার রাতে আল-আদিন নামে এক যুবলীগ নেতা বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখসহ ৩৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেন। ধারণা করা হচ্ছে, ওই মামলায় তাকে আটক করা হয়েছে।

ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, শুক্রবার বিকেলে আল আদিন পৌর নির্বাচনে নৌকার পক্ষে প্রচারণার করছিলেন। শহরের কালিপুর এলাকায় গেলে আসামিরা তাকে আটক করে তার মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়। এ সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে। রাতে তিনি বাদী হয়ে ভৈরব থানায় ১৯ জনের নাম উল্লেখসহ ৩৫ জনকে অজ্ঞাত করে একটি মামলা করেন।

এসকে রাসেল/এসপি