শিশু দুটির প্রস্রাবের রাস্তা একটি মলদ্বার নেই
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে জোড়া লাগানো দুই শিশুর জন্ম
পটুয়াখালীতে জোড়া লাগানো শিশুর জন্ম হয়েছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের জন্ম হয়। বর্তমানে শিশু দুটি ও তার মা গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন।
সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের বাসিন্দা বশির শিকদার (২৫) ও রেখা বেগম দম্পতির প্রথম সন্তান তারা।
বিজ্ঞাপন
শিশু দুটির বাবা বশির শিকদার জানান, আমাদের বিয়ের এক বছর পরে বাচ্চা নিলাম। অপারেশনের পর জানতে পারলাম জোড়া লাগানো শিশু হয়েছে।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মোস্তাফিজুর রহমান বলেন, শিশু দুটির হাত-পা ও হৃদপিণ্ড আলাদা। তবে তাদের প্রস্রাবের রাস্তা একটি এবং মলদ্বার নেই। স্বাভাবিকভাবে অক্সিজেন গ্রহণ করছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, কোনো খাবার জাতীয় কিছু দেওয়া যাবে না আপাতত। যতক্ষণ না পর্যন্ত তাদের পায়খানার রাস্তা পাওয়া না যায়। পটুয়াখালীতে শিশু সার্জন না থাকায় তাদের জন্য এখানে কিছু সম্ভব নয়। তাই আমরা তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে রেফার্ড করেছি। পটুয়াখালীতে এ রকম ঘটনা প্রথম বলেও জানান তিনি।
এদিকে জোড়া শিশুদের স্পেশাল নবজাতক পরিচর্যা কেন্দ্রে (স্কানু) মেডিকেল অফিসার ডা. রাণী জামান ঢাকা পোস্টকে বলেন, যমজ শিশুদের সার্বক্ষণিক দেখাশুনা করছি। শিশুরা সুস্থ আছেন। তাদের দেখাশোনা করছেন সেবিকারা।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএএস