বেরোবি উপাচার্যের পদত্যাগ চায় ছাত্রলীগ
বেরোবি উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহর পদত্যাগসহ পতাকা বিকৃতির ঘটনায় জড়িত শিক্ষকদের বহিষ্কার দাবিতে ছাত্রলীগের মিছিল
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহর পদত্যাগসহ পতাকা বিকৃতির ঘটনায় জড়িত শিক্ষকদের বহিষ্কারের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। একই সঙ্গে সংবিধান লঙ্ঘনকারী শিক্ষকদের গ্রেফতার করে আইনের আওতায় দাবি জানান সংগঠনটির নেতারা।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে রংপুর নগরীর পার্কের মোড়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানিয়েছে ছাত্রলীগ।
বিজ্ঞাপন
সমাবেশে জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দীন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর পদত্যাগ দাবি না করে পারছি না। এই বিশ্ববিদ্যালয়ে একের পর এক ঘটনায় আমরা রংপুরবাসী বিব্রত। কিন্তু দুঃখ হয় উপাচার্যসহ কিছু শিক্ষক ও কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করছে।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদ আলী বাবুল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান শাহীন, জেলা যুবলীগের সদস্য ও রংপুর সিটি ২৮ ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপলু, বেরোবি ছাত্রলীগের সভাপতি আবু মোন্নাফ আল কিবরিয়া তুষার, সাধারণ সম্পাদক কামরুল হাসান নোবেল শেখ।
বিজ্ঞাপন
এসময় বক্তারা বলেন, গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতীয় পতাকা যেভাবে বিকৃত করে উপস্থাপন ও অবমাননা করা হয়েছে। যারা এই পতাকার অবমাননা করেছে তাদের এই বিদ্যাপীঠে থাকার অধিকার নেই। জড়িত শিক্ষকরাসহ উপাচার্যকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।
এছাড়াও মানববন্ধনে বেরোবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীসহ জেলা ও মহানগর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনের আগে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসসহ পার্কের মোড় এলাকা প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, বিজয় দিবসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকে বিকৃত পতাকা নিয়ে ছবি তোলেন কয়েকজন শিক্ষক। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় উঠে। এ ঘটনায় ৯ শিক্ষকসহ উপাচার্যের বিরুদ্ধে রংপুর মহানগর পুলিশের তাজহাট থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এমএসআর