রাজবাড়ীর জেলা প্রশাসক (ডিসি) দিলসাদ বেগম

চিকিৎসা শেষে বাসায় ফি‌রে‌ছেন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রাজবাড়ীর জেলা প্রশাসক (ডিসি) দিলসাদ বেগম। গতকাল রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল থেকে নিউমার্কেট এলাকায় নিজ বাসায় ফিরেছেন তিনি।

সোমবার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (সার্বিক) স‌ারোয়ার আহমেদ সা‌লেহীন।

তিনি বলেন, এক‌দিন হাসপাতা‌লে চি‌কিৎসা নিয়ে জেলা প্রশাসক মহোদয় এখন ঢাকায় তার নিজ বাসায় অবস্থান করছেন। তার পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে। যেহেতু তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন তাই নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে। পুরোপুরি সুস্থ হলে তিনি আবার কর্মস্থলে যোগ দেবেন।

এর আগে গত বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রাজবাড়ী থেকে ঢাকায় যান জেলা প্রশাসক দিলসাদ বেগম। পরদিন বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাজবাড়ী ও মাগুরা আন্তঃজেলা সীমানা বিরোধ নিষ্পত্তির লক্ষে ঢাকায় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং ভূমি মন্ত্রণালয়ের সভায় অংশ নেন তিনি। সেখান থেকে জেলা প্রশাসক তার ঢাকায় নিজ বাসায় যান। 

সেখানে একদিন অবস্থান করে পরদিন শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৬টায় তিনি ঢাকা থেকে তার সরকারি গাড়িতে রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা হন। পথে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়ায় সড়ক দুর্ঘটনায় জেলা প্রশাসক দিলসাদ বেগম মাথায় এবং তার গানম্যান পুলিশ কনস্টেবল মোকলেসুর রহমান পায়ে আঘাতপ্রাপ্ত হন। 

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জেলা প্রশাসকের মাথায় ৬টি এবং গানম্যান মোখলেসুর রহমানের পায়ে ৪টি সেলাই দেয়া হয়। তবে গাড়িতে থাকা চালক ও জেলা প্রশাসকের ছেলে ও মেয়ে অক্ষত রয়েছে।

মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জেলা প্রশাসক দিলসাদ বেগমকে উন্নত চিকিৎসার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তিনি গতকাল রোববার নিজ বাসায় ফিরেছেন।

মীর সামসুজ্জামান/এমএএস