বাগেরহাটের মোংলা বন্দরে থাকা ১০২টি গাড়ির নিলামে বিক্রি করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী মঙ্গলবাল (০৪ অক্টোবর) এই নিলাম অনুষ্ঠিত হবে। এর আগে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোংলা কাস্টমসের রাজস্ব কর্মকর্তা (নিলাম) মো. রুহুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিলামযোগ্য গাড়ির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। 

নিলামে ওঠা গাড়িগুলোর মধ্যে নিশান, টয়োটাসহ বিভিন্ন ব্র্যান্ডের সেডান, এসইউভি, মাইক্রোবাস, ডাম্পট্রাক, কংক্রিট মিক্সচার মেশিন এবং ট্রাক রয়েছে।  এছাড়া খালি গ্যাস সিলিন্ডারসহ ১০টি লটের আমদানি করা পণ্যও নিলামে তোলা হচ্ছে।

মোংলা বন্দরে কাস্টম হাউসের নিলাম শাখার রাজস্ব কর্মকর্তা আবু বাসার সিদ্দিকী বলেন, গাড়ি কিনতে আগ্রহীরা ২ থেকে ৪ অক্টোবর ই-অকশনের ওয়েবসাইটে নিবন্ধন করে নিলামে অংশ নিতে পারবেন। অনলাইনে অংশ নিতে দরপত্র কেনার প্রয়োজন নেই। সরাসরি বা অফলাইনে দরপত্রে অংশ গ্রহণের ক্ষেত্রে ২ অক্টোবর পর্যন্ত ২০০ টাকা অফেরতযোগ্য দরপত্র কেনা যাবে। ৪ অক্টোবর সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোংলা, খুলনা, ঢাকা ও চট্টগ্রাম কাস্টমসে রাখা বাক্সে দরপত্র জমা দিতে হবে।

তানজীম আহমেদ/আরএআর