জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রীবেশে ওঠে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিক্রয় প্রতিনিধি আল আমিনের (২২) হাতের আঙুল কেটে ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (১ মার্চ) রাত ৮টার দিকে কুলিয়ারচরের তারাকান্দি বাসস্ট্যান্ড থেকে দ্বাড়িয়াকান্দি যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আল আমিন প্রতি মাসের মতো সোমবারও রাত ৮টার দিকে ক্রেডিট বিলসহ ওষুধ বিক্রির প্রায় ৫ লাখ টাকা নিয়ে বের হন। অটোরিকশায় করে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের কুলিয়ারচরের তারাকান্দি বাসস্ট্যান্ড থেকে দ্বাড়িয়াকান্দি যাওয়ার পথে যাত্রীবেশী ছিনতাইকারীরা তার দুই হাতের কয়েকটি আঙুল কেটে টাকা ছিনতাই করে নিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় আল আমিনকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক আল আমিনের হাতের অবস্থা খারাপ দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

কুলিয়ারচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সুলতান মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, এ বিষয়ে থানায় এখনও কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ আসলে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হবে।

এসকে রাসেল/এমএসআর