বৃদ্ধার টাকা ফেরতের আশ্বাস দিলেন ওসি
বৃদ্ধা মহেলা বেগমকে দেখতে তার বাড়িতে যান ওসি তানভিরুল ইসলাম
বৃদ্ধা মহেলা বেগমের ছিনিয়ে নেওয়া টাকা ফেরতের আশ্বাস দিয়েছেন ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম। মঙ্গলবার (২ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও পৌর এলাকার ১০ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকায় ওই বৃদ্ধার সঙ্গে দেখা করতে গিয়ে এমন আশ্বাস দেন তিনি।
এ সময় ওসি বৃদ্ধাকে ওষুধ কিনে দেন। সেই সঙ্গে বৃদ্ধার টাকা উদ্ধার করে তার হাতে দেওয়ার আশ্বাস দেন।
বিজ্ঞাপন
এর আগে সোমবার (১ মার্চ) বিকেলে মহেলা বেগম তার জমানো টাকা নিয়ে ওষুধ কেনার জন্য বের হয়। এ সময় হঠাৎ মাথা ঘুরে যাওয়ায় তিনি বাড়ির সামনের সড়কে বসে পড়েন। সেখানেই আঁচল থেকে টাকা খুলে গুনছিলেন। হঠাৎ দুই তরুণ তার হাত থেকে টাকাগুলো ছিনিয়ে নিয়ে চলে যায়।
ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম মুঠোফোনে ঢাকা পোস্টকে বলেন, একজন বৃদ্ধার হাত থেকে এভাবে টাকা ছিনিয়ে নেওয়া অনেক বড় অপরাধ। আমি দুপুরে সেই বৃদ্ধা মাকে দেখতে গেছি। টাকা হারিয়ে তিনি অনেকটাই ভেঙে পড়েছেন।
বিজ্ঞাপন
ওসি আরও বলেন, বৃদ্ধা মাকে বলেছি সেই টাকা উদ্ধার করার দায়িত্ব আপনার ওসি ছেলের। সেই সঙ্গে তাকে কিছু ওষুধ কিনে দিয়েছি। যুবকদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। টাকা উদ্ধার হলে তাকে সেগুলো ফেরত দেওয়া হবে।
নাহিদ রেজা/এসপি