সিরাজগঞ্জে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গায় নামাজরত অবস্থায় আবু সামা (৬০) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) উপজেলার আজিজ তেল পাম্পের নামাজ ঘরে মাগরিবের নামাজের সময় সিজদায় গিয়ে মারা যান তিনি। আবু সামা শাহজাদপুর উপজেলার চাঁদডাঙ্গা গ্রামের বাসিন্দা।
ঘটনার প্রত্যক্ষদর্শী আজিজ পাম্প চত্বরের মুদি দোকানদার সামিদুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ শহরে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন আবু সামা। নিজ বাড়ি শাহজাদপুরে ফেরার পথে সলঙ্গার আজিজ পাম্পে নামাজ পড়ছিলেন। সিজদায় গিয়ে তিনি আর ওঠেননি। ওই অবস্থায় তার মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী ঢাকা পোস্টকে বলেন, নামাজরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান আবু সামা। অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করেন স্বজনরা।
শুভ কুমার ঘোষ/এএম/এনএ
বিজ্ঞাপন