বিদায় নিল আশরাফুলের টাইগার্স
জয়ের আনন্দ মাতোয়ারা ময়মনসিংহ সিক্সার্স
ঢাকার বাইরে ক্রিকেটের সবচেয়ে বড় জমজমাট আসর ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত ১০০ বলের ময়মনসিংহ প্রিমিয়ার লিগের (এমপিএল) দ্বিতীয় দিনে জয় পেয়েছে ময়মনসিংহ সিক্সার্স ও ঈগলস। আর টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের দল ময়মনসিংহ টাইগার্সকে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল পৌনে ১০টায় নগরীর সার্কিট হাউস মাঠে প্রথম ম্যাচে ময়মনসিংহ টাইগার্সের মুখোমুখি হয় সিক্সার্স এবং দুপুর সোয়া ১টায় ময়মনসিংহ ঈগলসের বিপক্ষে মাঠে নামে ওয়ারিয়র্স।
বিজ্ঞাপন
ব্যাট করতে নেমে টানা উইকেট পতনে খেই হারিয়ে চাপে পড়ে ময়মনসিংহ টাইগার্স। প্রথম ওভারেই দুই উইকেট আর দলীয় ৪৩ রানের মাথায় ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলটিকে টেনে তোলার চেষ্টা করছিলেন ব্যাটিং জিনিয়াস মোহাম্মদ আশরাফুল। কিন্তু সবার পছন্দের আশরাফুলও ম্যাচ বাঁচাতে ব্যর্থ হন
প্রথম ম্যাচে ময়মনসিংহ টাইগার্সকে ৮৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে ময়মনসিংহ সিক্সার্স। সকালে টস হেরে ব্যাট করার সুযোগ পায় সিক্সার্স। নির্ধারিত ১০০ বলে সিক্সার্স ৭ উইকেটে তারা তোলে ১৫৪ রান। টুর্নামেন্টে প্রথম হাফ সেঞ্চুরি ও ব্যক্তিগত সর্বোচ্চ ৫০ রান করেন মুনিম শাহরিয়ার। অল্পের জন্য হাফ সেঞ্চুরি না পেলেও ব্যক্তিগত ৪৪ রান করে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে যান আরেক ব্যাটসম্যান আজমির। এদিকে বোলিংয়ে ২টি করে উইকেট নিয়েছেন টাইগার্স বোলার সিজার, রাইহান ও সাকিল।
বিজ্ঞাপন
জবাবে ব্যাট করতে নেমে টানা উইকেট পতনে খেই হারিয়ে চাপে পড়ে ময়মনসিংহ টাইগার্স। প্রথম ওভারেই দুই উইকেট আর দলীয় ৪৩ রানের মাথায় ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলটিকে টেনে তোলার চেষ্টা করছিলেন ব্যাটিং জিনিয়াস মোহাম্মদ আশরাফুল। কিন্তু সবার পছন্দের আশরাফুলও ম্যাচ বাঁচাতে ব্যর্থ হন।
৩ চার আর এক ছক্কায় ব্যক্তিগত ৩০ রানে ও দলীয় ৫৫ রানের মাথায় থার্ডম্যানে ক্যাচ দিয়ে আশরাফুল ফেরেন সাজঘরে। এরপর আর কেউ দাঁড়াতে না পারায় ১২ ওভার ৪ বলে সব কটি উইকেট হারিয়ে মাত্র ৬৯ রান সংগ্রহ করেন তারা। সিক্সার্সের হয়ে ৫০ রান করা মুনিম শাহরিয়ার হন ম্যাচসেরা।
দিনের দ্বিতীয় ম্যাচে ময়মনসিংহ ঈগলস ৪ উইকেটে হারিয়েছে ময়মনসিংহ ওয়ারিয়র্সকে। টস হেরে ব্যাট করতে নামে ওয়ারিয়র্স ৫ উইকেটে করে ১১০ রান। সর্বোচ্চ ৩৪ রান আসে জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি। ঈগলসের হয়ে দুটি করে উইকেট নেন ইলিয়াস সানি ও সাজ্জাদ।
জবাব দিতে নেমে ৪ উইকেট হাতে রেখে ও ২ বল বাকি থাকতেই ১১১ রানের লক্ষ্যে পৌঁছে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নেয় ঈগলস। ইলিয়াস সানি ২৭ বলে সর্বোচ্চ ৫০ এবং ৪০ রান করে করেন সৈকত। আরাফাত সানি ও রায়হান নিয়েছেন দুটি করে উইকেট। বল হাতে দুই উইকেট ও ব্যাট হাতে ৫০ রান করে অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ইলিয়াস সানি।
পাঁচ দিনের এ টুর্নামেন্টে ছয়টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে। বুধবার (২২ ডিসেম্বর) তৃতীয় দিন সকালে মাঠে নামবে ময়মনসিংহ সিক্সার্স ও ময়মনসিংহ থান্ডার্স। আর দুপুরে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ময়মনসিংহ ওয়ারিয়র্স ও ময়মনসিংহ রাইডার্স।
এনএ