সভাপতি আতিকুর (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সংসদ। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এক প্রেসবিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণার তথ্য জানানো হয়। 

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত জরুরি সিদ্ধান্ত মোতাবেক এ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

জানা গেছে, এক বছরের জন্য অনুমোদন দেয়া কুষ্টিয়া জেলা ছাত্রলীগের এ কমিটিতে আতিকুর রহমান অনিক সভাপতি ও আব্দুল হাফিজ শেখ চ্যালেঞ্জকে সাধারণ সম্পাদক করা হয়।

জেলা ছাত্রলীগের সূত্র জানায়, গত ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক মেয়াদোত্তীর্ণ হওয়া কুষ্টিয়া জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

এর আগে ২০১৭ সালের ২৫ নভেম্বর ইয়াসির আরাফাত তুষারকে সভাপতি এবং সাদ আহম্মেদকে সাধারণ সম্পাদক করে ২২৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় সংসদ।

এমএসআর